এনভয় টেক্সটাইলসের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন

এনভয় টেক্সটাইলসের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলসকে প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৭২১ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৫ বছর মেয়াদী এই প্রেফারেন্স শেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, আনলিস্টেড এবং কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারস।

এই প্রেফারেন্স শেয়ার ৫ বছরে পূর্ণ অবসায়ন হবে। যা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, ইন্স্যুরেন্স কোম্পানিসমূহ এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই প্রেফারেন্স শেয়ারস ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে এনভয় টেক্সটাইলস কোম্পানির সম্প্রসারণ এবং ইতোমধ্যে গৃহীত উচ্চ হারে পরিশোধের কাজে ব্যয় করবে।

এই প্রেফারেন্স শেয়ারের প্রতি ইউনিটের অভিহিত মূল্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ১ কোটি টাকা এবং যোগ্য বিনিয়োগকারীদের জন্য ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এই প্রেফারেন্স শেয়ারের ইস্যু ম্যানেজার হিসাবে এনডিবি ক্যাপিটাল লিমিটেড কাজ করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত