ভাষা দিবসে ‘ক্লেমন আমার বর্ণ আমার গর্ব’

ভাষা দিবসে ‘ক্লেমন আমার বর্ণ আমার গর্ব’
‘‘আমার বর্ণ আমার গর্ব’’ নামের ধারাবাহিক অভিযানের মধ্য দিয়ে এবার দেশের অবাঙালি নৃগোষ্ঠীদের ভাষাগুলোকেও সম্মান জানালো অফুরন্ত ফ্রেশনেস ছড়ানো কোমল পানীয়ের ব্র‍্যান্ড ‘ক্লেমন’। আমাদের ভাষা আন্দোলনের মহান শহিদদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি, একই ভূখণ্ডে থাকা অন্যান্য জাতির মাতৃভাষার মর্যাদার দিকটিও তুলে ধরে ‘ক্লেমন’' সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে এই উপলক্ষ্যে তৈরি আবেগী একটি জনসচেতনতামূলক ভিডিও কনটেন্ট। এছাড়া, নিজেদের ফেসবুক আর ইন্সটাগ্রাম পেজ এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্ককে সৃষ্টিশীলভাবে ব্যবহার করে বাংলাভাষার সমান্তরালে ‘ক্লেমন’ তুলে ধরেছে সেরকম অন্য কিছু ভাষার বেশকিছু বর্ণ আর শব্দ।

তরুণ প্রজন্ম-সহ এদেশের সব স্তরের অনেক ভোক্তার কাছেই বেশ জনপ্রিয় একটি মানসম্মত পানীয় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর তৈরি ও বাজারজাত করা এই ‘ক্লেমন’। পানীয় হিসেবে গ্রহণের রিফ্রেশিং অনুভূতির পাশাপাশি সমাজের নানান বিষয়ে চিন্তাভাবনার ক্ষেত্রে মানুষের মনেও ফ্রেশনেস আনতে নানাভাবে ধারাবাহিক কাজ করে যাচ্ছে ব্র‍্যান্ডটি।

এর আগে ২০২০ সালে "ক্লেমন আমার বর্ণ আমার গর্ব" আয়োজনের প্রথম মৌসুমে, বাংলাদেশ আর বাংলাভাষার নানারকম ঐতিহ্য এবং সাংস্কৃতিক অনুসঙ্গের মিলিত আদলে অভিনব ও নান্দনিক ডিজাইনের মাধ্যমে একরকম নতুন রূপে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রতিটি বাংলা বর্ণকে। সেবার সব স্তরের অনেক পাঠক-দর্শকেরই আগ্রহ ও প্রশংসা কুড়ায় সামাজিক মাধ্যমে আর জাতীয় সংবাদপত্রে প্রকাশিত সেই ডিজাইন-ছবির অ্যালবাম।

তারপর এবারও, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে নিজ নিজ প্রিয় ভাষা ও বর্ণ নিয়ে গর্বের এই ধারণাটিকে ফ্রেশ চিন্তার আরো সম্প্রসারিত প্রেক্ষাপটে নিয়ে, আমাদেরই কাছেপাশে থাকা অবাঙালি অন্য নৃগোষ্ঠীর মানুষেরাও যেন নিজ নিজ মাতৃভাষা নিয়ে গর্ব করতে পারেন সেই সহজাত অধিকার আর প্রয়োজনীয়তার দিকে দেশবাসীর দৃষ্টি ঘুরানোর চেষ্টা করেছে ‘ক্লেমন’।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন