এক কোটি রুপিতে রাজস্থানে মোস্তাফিজ

এক কোটি রুপিতে রাজস্থানে মোস্তাফিজ
আইপিলের নিলামে দল পেলেন মোস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য এক কোটি রুপিত বৃহস্পতিবার রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে তাকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে নিলামে অবিক্রীত ছিলেন মোস্তাফিজুর রহমান। নিলামে দল না পেলেও কাটার মাস্টারকে চুক্তিভিত্তিক নিতে চেয়েছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স ও রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স।শ্রীলংকা সফর থাকায় বিসিবি ওই প্রস্তাব নাকচ করে দেয়।

ইতোমধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান।

চলমান নিলামে এখন পর্যন্ত সর্বাধিক দামে বিক্রিত হয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিস। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনেছে রাজস্থান। আইপিএল ইতিহাসে যেটি রেকর্ড। এর আগে ২০১৫ সালে সর্বাধিক ১৬ কোটি রুপিতে সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংকে কিনেছিল দিল্লী। তাকে ছাড়িয়ে গেলেন মরিস।

দাম বেড়েছে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলেরও। ১৪.২৫ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে যোগ দিয়েছেন ম্যাক্সওয়েল।

এবারের নিলামে অবিক্রিত রয়ে গেছেন জেসন রয়, অ্যালেক্স হেলস, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স ক্যারি, স্যাম বিলিংস, এভিন লুইসের মতো তারকারা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে