‘‘ফ্রান্সের টেকনোলজির মাধ্যমে দেশ বিভিসিআই গ্রহণ করতে পারে”

‘‘ফ্রান্সের টেকনোলজির মাধ্যমে দেশ বিভিসিআই গ্রহণ করতে পারে”
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি-এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য প্রসারের লক্ষ্যে ফ্রান্সের টেকনোলজি ও নলেজ ট্রান্সফারের মাধ্যমে বাইলেটারাল ভ্যালু চেইন ইনিশিএটিভ (বিভিসিআই) গ্রহণের উপর জোর দিয়েছেন।

তিনি বলেন, যৌথ উদ্যোগের মাধ্যমে ফ্রান্সের টেকনোলজি ও নলেজ ট্রান্সফার করে বাংলাদেশ প্রতিযোগিতামূলক উৎপাদনের মাধ্যমে দেশীয়, আঞ্চলিক ও বিশ্ব বাজারে প্রবেশের সুবিধা পেতে বাইলেটারাল ভ্যালু চেইন ইনিশিএটিভ (বিভিসিআই) গ্রহণ করতে পারে।

বুধবার ( ১৭ ফেব্রুয়ারি) বিকালে ‘ফ্রান্স-বাংলাদেশ ট্রেড, কমার্স এন্ড ইনভেস্টমেন্ট: প্রসপেক্ট, পোটেনশিয়াল এন্ড চ্যালেঞ্জেস’ বিষয়ক এক ওয়েবিনারে বক্তৃতাকালে শেখ ফজলে ফাহিম এ কথা বলেন।

এমইডিইএফ ইন্টারন্যাশনাল, ফ্রান্স ও ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এ ওয়েবিনারের আয়োজন করে।

ফ্রান্স-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান মিস্টার পিয়েরে জেন মেলগুইয়ারস, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী , বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, ফ্রান্সে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন