ভারতের ২০১১ বিশ্বকাপ উদযাপনে আইসিসির বিশেষ উদ্যোগ

ভারতের ২০১১ বিশ্বকাপ উদযাপনে আইসিসির বিশেষ উদ্যোগ
শ্রীলংকার বিপক্ষে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্ণ হচ্ছে। মুম্বাইয়ে ওয়ানডে ফরম্যাটে হওয়া নিজেদের ইতিহাসের দ্বিতীয় ওই বিশ্বকাপ জেতে মাহেন্দ্র সিং ধোনির দল।

ভারতের বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ এক উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার থেকে 'ক্রিকেট ওয়াল্ড কাপ-১১ রিউইন্ড' নামে অনলাইনে একটি সিরিজ ছাড়বে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।

এই সিরিজে ১০০টি পোস্টের মাধ্যমে স্মরণ করা হবে গৌতম গম্ভীর-এমএস ধোনির দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের ওই বিশ্বকাপ জয়ের মুহূর্ত। এছাড়া পোস্টগুলোর মধ্যে পাঁচ মিনিটের বেশ কিছু ম্যাচের হাইলাইটস থাকবে। ওই ম্যাচের সেরা ক্রিকেটারদের অবদান তুলে ধরে ভিডিও ছাড়া হবে।

আইসিসির নিজস্ব ওয়েবসাইটে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ছাড়া হবে ভিডিও, ছবি। এছাড়া ওই বিশ্বকাপ নিয়ে আইসিসির নেওয়া সাক্ষাৎকার ছাড়া হবে। সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাষায় একে একে আসবে।

বিষয়টি নিয়ে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, 'ক্রিকেটকে আমরা আরও ছড়িয়ে দিতে চাই। ভক্তদের সংযুক্ত করতে চাই ক্রিকেটের সঙ্গে। সেজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আইসিসি ইংরেজি ছাড়াও বিভিন্ন ভাষায় কনটেন্ট ভক্তদের কাছে পৌছে দিতে চাই। ক্রিকেট ওয়াল্ড কাপ-১১ রিউইন্ড তারই শুরু।'

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়