গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ ঘর পুড়ে ছাই

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ ঘর পুড়ে ছাই
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ী এলাকায় এমএম গার্মেন্টসসংলগ্ন জান্নাতুল ফেরদৌসের টিনশেড বাসাবাড়িতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন জানান, সকালে কোনাবাড়ী এলাকায় এমএম গার্মেন্টসসংলগ্ন জান্নাতুল ফেরদৌসের টিনশেড বাসাবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো হয়।

আগুনে টিনশেডের ওই বাসাবাড়ির ১৮টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে জানিয়ে তাশারফ হোসেন জানান, ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা