৬৫.৬৮ শতাংশ ভোট পড়েছে চতুর্থ ধাপের পৌর নির্বাচনে

৬৫.৬৮ শতাংশ ভোট পড়েছে চতুর্থ ধাপের পৌর নির্বাচনে
সংঘর্ষ, কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগ ও ভোট বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে চতুর্থ ধাপে দেশের ৩৪ জেলার ৫৫ টি পৌরসভার নির্বাচন। এ ধাপের নির্বাচনে ৬৫ দশমকি ৬৮ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

ইসির নির্বাচন পরিচালনা শাখা জানিয়েছে, চতুর্থ ধাপে মেয়র পদে ১৪ লাখ ৫৪ হাজার ৪৮০ জনের ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল। কিন্তু ভোট দিয়েছেন ৯ লাখ ৫৫ হাজার ২৪০ জন। অর্থাৎ, এ ধাপে ভোট পড়েছে ৬৫ দশমিক ৬৮ শতাংশ।

চতুর্থ ধাপে সবচেয়ে বেশি ভোট পড়েছে বরিশালের বানারীপাড়ায়, ৯২ দশমিক ৬০ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে চট্টগ্রামের পটিয়ায়, ৪৬ দশমিক ০৭ শতাংশ। এখানে নির্বাচনী সহিংসতায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

এবার ২০২০ সালের ২৮ ডিসেম্বরের পৌরসভায় প্রথম ধাপে ভোটগ্রহণ হয়। এতে ভোট পড়ে ৬৫ শতাংশ, দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারির নির্বাচনে ৬২ শতাংশ ও ৩০ জানুয়ারির তৃতীয় ধাপের নির্বাচনে ৭০ দশমিক ৪২ শতাংশ ভোট পড়ে। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের ভোট হবে।

চার ধাপে সবচেয়ে বেশি পৌরসভা মেয়র পদ পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী। এক্ষেত্রে আওয়ামী লীগের ১১৫ জন, বিএনপি ১০ জন ও স্বতন্ত্র থেকে ৩০ জন পৌর মেয়র পদে জয় পেয়েছে।

চতুর্থ ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির একজন ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হন। তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হয়েছেন। দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন। আর প্রথম ধাপে আওয়ামী লীগের ১৮ জন, বিএনপির দু’জন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু