কুয়াকাটা সৈকতে পর্যটকদের ঢল

কুয়াকাটা সৈকতে পর্যটকদের ঢল
ফাগুনকে বরণ আর বিশ্ব ভালবাসা দিবস উদযাপনে পটুয়াখালীতে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সমুদ্রকন্যা খ্যাত কুয়াকাটায় ভিড় করেছেন হাজারা হাজার পর্যটক। এসব পর্যটকদর আনন্দ-উম্মাদনায় গোটা সৈকতজুড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ।

সমুদ্রের ঢেউয়ের ভেলায় সাতার কাটাসহ সৈকতে দাঁড়িয়ে প্রিয়জনের সঙ্গে সেফলি, ছবি তুলে দিনটি উপভোগ করছেন পর্যটকরা। এদিকে, লেম্বুর চর, ঝাউবন, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন তাঁতপল্লী, শুটকী পল্লী, ফিস ফ্রাইপল্লীতে রয়েছে পর্যটকদর উচ্ছ্বসিত উপস্থিতি।

এসব পর্যটকদর নিরাপদ ভ্রমণে ট্যুরিষ্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

যদিও চলমান করোনাকালে সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহারে প্রশাসন তৎপর থাকলেও পর্যটকরা ছিল উদাসীন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভিসা ছাড়াই তুরস্কে যেতে পারবেন যারা
পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ
এভিয়েশন শিল্পের দ্বিগুণ প্রবৃদ্ধি হয়েছে
খৈয়াছড়া ঝরনা: কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন
টিকিটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে বিমান
পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষা করতে হবে
ঢাকা-আদ্দিস আবাবার ম‌ধ্যে সরাসরি বিমান চালুর প্রস্তাব
টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিমান
ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু ১৪ সেপ্টেম্বর
পর্যটন দিবস উপলক্ষে চার দিনব্যাপী মেলার আয়োজন