এক সপ্তাহের জন্য সোস্যাল মিডিয়া ছাড়ছেন মোদি

এক সপ্তাহের জন্য সোস্যাল মিডিয়া ছাড়ছেন মোদি
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার না করার সিদ্ধান্ত জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে চূড়ান্তভাবে এসব ব্যবহার ছেড়ে দিচ্ছেন না মোদি, এক সপ্তাহের জন্য সকল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরত থাকবেন বলে ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারত প্রধানমন্ত্রী। তবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মোদি ২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে একক কোন সাংবাদিক সম্মেলন করেননি। তিনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার বিভিন্ন বার্তা জানিয়ে আসছিলেন।

টুইট বার্তায় নরেন্দ্র মোদি জানিয়েছেন, আমি রবিবার থেকে আগামী এক সপ্তাহের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, ইনস্টোগ্রাম ও ইউটিউবে সক্রিয় না থাকার বিষয়ে ভাবছি। তবে আপনারা চালিয়ে যেতে পারেন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০০৯ সাল থেকে ফেসবুকে ও টুইটারে সংযুক্ত হবার পর থেকে এসব সাইটে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার একাউন্ট থেকে প্রত্যেকটি বার্তা দেওয়ার পর থেকেই লক্ষ লক্ষ লাইক শেয়ার আসতে থাকে বলেও জানানো হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
গুগল ক্রোম বাংলায় ব্যবহার করবেন যেভাবে
ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়