বিরল প্রজাতির ম্যান্ডারিন হাঁস

বিরল প্রজাতির ম্যান্ডারিন হাঁস
১১৮ বছর পর দেখা মিললো বিরল প্রজাতির ম্যান্ডারিন হাঁসের। ভারতের আসামে সম্প্রতি বিরল এই হাঁসের দেখা মেলে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র এক প্রতিবেদনে জানা গেছে, কিছুদিন আগে ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার সদস্যেরা বিরল প্রজাতির সাদা ডানার উড হাঁসের বসতির সন্ধানে উজানি আসাম থেকে অরুণাচল পর্যন্ত একটি সমীক্ষায় নেমেছিলেন। হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে একটি মাগুরি বিলে ভাসছে একটি ম্যান্ডারিন হাঁস।

সমীক্ষা দলের নেতৃত্বে থাকা আফতাব আহমেদ জানান, ১৯০২ সালে শেষ এই হাঁসের দেখা মিলেছিল রাজ্যে। ম্যান্ডারিন হাঁস ভারতে আসে না। কখনো ভুল করে আকাশে দলছুট হয়ে কেউ কেউ অন্য হাঁসেদের দলের সঙ্গে ভিড়ে ভারতে ঢুকে পড়ে। এ বারেও তেমনই এক দল হাসি ফোটালো ভারতের পাখিপ্রেমীদের মুখে।

বর্তমানে সারা পৃথিবীতে এই হাঁসের সংখ্যা মাত্র ২০০টি। এই হাঁস সাধারণত ভারতে দেখতে পাওয়া যায় না। ফলে এর দেখা পাওয়া বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গত বছর উজানি আসামের তিনসুকিয়ায় বাঘজানে গ্যাস বিস্ফোরণ ঘটে। দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে যায় আশপাশের সব উদ্ভিদ। প্রচুর তেল ও বর্জ্য মিশে আশপাশের বিল ও জলাভূমির প্রচুর মাছ মারা যায়। এতে জলজ উদ্ভিদ ও প্রাণীর ব্যাপক ক্ষতি হয়। এর ফলে আশপাশের বাস্তুতন্ত্রে মারাত্মক প্রভাব পড়ে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া