ক্যাম্পিংয়ে সঙ্গে রাখবেন যেগুলো

ক্যাম্পিংয়ে সঙ্গে রাখবেন যেগুলো
ভ্রমণের গতানুগতিক স্থানগুলোর ভিড় বাদ দিয়ে পাহাড় কিংবা নদীর ধারে একাকী সময় কাটাতেই ভালো লাগে আপনার? তবে দুর্গম পাহাড়ের বাঁকে অস্থায়ী বাসা বানিয়ে করে ফেলতে পারেন ক্যাম্পিং। জেনে নিন ক্যাম্পিং করতে চাইলে কোন জিনিসগুলো অবশ্যই রাখবেন সঙ্গে।


  • একটি টেকসই ও পানি নিরোধক তাঁবু ক্যাম্পিংয়ের অন্যতম প্রধান অনুষঙ্গ। সহজে বহনযোগ্যও হওয়া চাই।




  • ভালো গ্রিপওয়ালা জুতা পরবেন অবশ্যই। এটি দুর্গম পথ পাড়ি দিতে সাহায্য করবে আপনাকে।




  • প্লাস্টিক বা পলিথিন ব্যাগ রাখুন সঙ্গে। এতে ভেজা কাপড় বহন করতে সুবিধা হবে।




  • স্লিপিং ব্যাগ নিন। পছন্দ মতো জায়গায় আরামদায়ক ঘুমের জন্য এটি ভীষণ প্রয়োজনীয়।




  • পানির বোতল রাখবেন অবশ্যই। সুযোগ বুঝে ভরে নেবেন পানি।




  • পাওয়ার ব্যাংক রাখুন সঙ্গে।




  • ক্যাম্পিংয়ের সময় সঙ্গে টর্চ রাখা ভীষণ জরুরি।




  • প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখবেন। জ্বর বা ব্যথার ওষুধও রাখা চাই।




  • অডোমস বা মশা নিরোধক ক্রিম নিয়ে যাবেন।




মনে রাখবেন
ক্যাম্পিংয়ে নিজের ব্যাগ নিজেকেই বহন করতে হয়। তাই অপ্রয়োজনীয় জিনিস নিয়ে অযথা ব্যাগ ভারি করবেন না। সঙ্গে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রাখবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভিসা ছাড়াই তুরস্কে যেতে পারবেন যারা
পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ
এভিয়েশন শিল্পের দ্বিগুণ প্রবৃদ্ধি হয়েছে
খৈয়াছড়া ঝরনা: কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন
টিকিটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে বিমান
পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষা করতে হবে
ঢাকা-আদ্দিস আবাবার ম‌ধ্যে সরাসরি বিমান চালুর প্রস্তাব
টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিমান
ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু ১৪ সেপ্টেম্বর
পর্যটন দিবস উপলক্ষে চার দিনব্যাপী মেলার আয়োজন