যশোরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালক নিহত

যশোরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালক নিহত
যশোরে গাইদঘাটে সড়ক দুর্ঘটনায় সোহাগ নামে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোরে যশোর-মাগুরা সড়কে এক বাস নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বাসচালক সোহাগ গোপালগঞ্জের কোটালিপাড়ার বাবুল মিয়ার ছেলে।

আহতরা হলেন— খুলনার দিঘলিয়া উপজেলার লাখফোটিয়া গ্রামের আলম শেখের স্ত্রী জাহানারা বেগম, চন্দ্রনিমোহর গ্রামের আলতাফ হোসেনের ছেলে রিপন, তেরখাদা উপজেলার মণ্ডলগাতি গ্রামের শামীম আহমেদের ছেলে মীর মোহাম্মাদ, যশোর সদর উপজেলার জোদরহিমপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে ফরহাদ হোসেন কাজল ওচৌগাছা উপজেলার রায়নগর গ্রামের মন্টু মিয়ার স্ত্রী নূরজাহান বেগম।

দুর্ঘটনায় আহত রিপন জানান, ঢাকার গাবতলী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের এক বাসে তারা গন্তব্যে যাচ্ছিলেন। বাসটি যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামকস্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি এক গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসক আশরাফুল আলম জানান, আজ ভোরে ৭ জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। এর মধ্যে বাসচালক সোহাগ চিকিৎসাধীন অবস্থায় ৭টা ৪০ মিনিটে মারা যান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা