মুমিনুলের সেঞ্চুরি, বড় লিডের পথে টাইগাররা

মুমিনুলের সেঞ্চুরি, বড় লিডের পথে টাইগাররা
চট্টগ্রাম টেস্টে চালকের আসনে এখন বাংলাদেশ। ব্যাট হাতে দারুণ ছন্দে লিটন-মুমিনুল। এরই মধ্যে সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। টাইগারদের লিড ৩০০ ছাড়িয়ে গেছে।

এর আগে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের সকালে পৌনে এক ঘণ্টা ভালোভাবেই কাটিয়ে দেন মুশফিক-মুমিনুল। কিন্তু ক্যারিবীয় স্পিনার রাকিম কর্নওয়ালের করা দিনের দশম ওভারের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন মুশফিক।

ফলে ৪৮ বলে ১৮ রানে শেষ হলো মিস্টার ডিপেন্ডেবলের ইনিংস।

অন্যপ্রান্তে কাণ্ডারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মুমিনুল। নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। টেস্ট ক্যারিয়ারে নিজের ১৪তম ফিফটি তুলে নিয়েছিলেন। ৮৪ বল খেলে চার বাউন্ডারিতে হাফসেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের সাদা জার্সির অধিনায়ক।

মুশফিক আউট হওয়ার পরই হাফসেঞ্চুরি তুলে নিয়েছিলেন মুমিনুল। মুশফিকের বিদায়ের এক ওভার পরে সেই কর্নওয়ালের বলেই লং অফে পুশ করে ফিফটি তুলে নেন মুমিনুল। টেস্ট ক্রিকেটে এটি তার চতুর্দশ ফিফটি। ৮৪ বল খেলে ফিফটি ছোঁয়ার পথে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন ৫টি।

তারপর খুব অল্প সময়েই সেই মুমিনুলই তুলে নিলেন সেঞ্চুরি। ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ দল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়