কর্নওয়ালের শিকার মুশফিক, মুমিনুলের ফিফটি

কর্নওয়ালের শিকার মুশফিক, মুমিনুলের ফিফটি
চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিনের সকালে পৌনে এক ঘণ্টা ভালোভাবেই কাটিয়ে দেন মুশফিক-মুমিনুল। কিন্তু ক্যারিবীয় স্পিনার রাকিম কর্নওয়ালের করা দিনের দশম ওভারের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন মুশফিক।

ফলে ৪৮ বলে ১৮ রানে শেষ হলো মিস্টার ডিপেন্ডেবলের ইনিংস।

অন্যপ্রান্তে কাণ্ডারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মুমিনুল। নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। টেস্ট ক্যারিয়ারে নিজের ১৪তম ফিফটি তুলে নিয়েছেন। ৮৪ বল খেলে চার বাউন্ডারিতে হাফসেঞ্চুরি করলেন বাংলাদেশের সাদা জার্সির অধিনায়ক।

মুশফিক আউট হওয়ার পরই হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। মুশফিকের বিদায়ের এক ওভার পরে সেই কর্নওয়ালের বলেই লং অফে পুশ করে ফিফটি তুলে নেন মুমিনুল। টেস্ট ক্রিকেটে এটি তার চতুর্দশ ফিফটি। ৮৪ বল খেলে ফিফটি ছোঁয়ার পথে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন ৫টি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে