ভিসা ছাড়ায় যে ৪১টি দেশ ভ্রমণ করতে পারবে বাংলাদেশীরা

ভিসা ছাড়ায় যে ৪১টি দেশ ভ্রমণ করতে পারবে বাংলাদেশীরা
বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৪১টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবে। বৈশ্বিক বেসরকারি সংস্থা হেনলিগ্লোবাল ২০২০ সালের বিশ্বের শক্তিশালী পাসপোর্ট নির্ণয় করতে গিয়ে গত সপ্তাহে (৭ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে।

হেনলিগ্লোবালের র‌্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৪১টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবে।

৪১টি দেশের মধ্যে এশিয়ার দেশগুলো হচ্ছে- ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং তিমুর লেস্ট।

আফ্রিকার দেশগুলো হচ্ছে- কেপ ভার্দ আইল্যান্ড, ক্যামরস আইল্যান্ড, গাম্বিয়া, গায়েনা, কেনিয়া, লেসটো, মাদাগাসার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সেচিলিস, সিয়েরালিওন, সোমালিয়া, টোগো, এবং উগান্ডা।

ওসেনিয়ার দেশগুলো হচ্ছে- কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেসিয়া, নিউই, সামোয়া, টুভালু এবং ভানুয়াতু।

ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলো হচ্ছে- বাহামাস, বারবাডোস, ব্রিটিস ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামেইকা, মন্টেরাত, সেন্ট তিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিন্স এন্ড দ্য গ্রেনাদিনস, এবং ক্রিনিদাদ অ্যান্ড টোবাকো।

আগাম ভিসা ছাড়াই ল্যাটিন আমেরিকা অঞ্চলের একটি দেশ ভ্রমণ করতে পারবে বাংলাদেশি পাসপোর্টধারীরা। দেশটি হচ্ছে- বলিভিয়া।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভিসা ছাড়াই তুরস্কে যেতে পারবেন যারা
পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ
এভিয়েশন শিল্পের দ্বিগুণ প্রবৃদ্ধি হয়েছে
খৈয়াছড়া ঝরনা: কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন
টিকিটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে বিমান
পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষা করতে হবে
ঢাকা-আদ্দিস আবাবার ম‌ধ্যে সরাসরি বিমান চালুর প্রস্তাব
টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিমান
ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু ১৪ সেপ্টেম্বর
পর্যটন দিবস উপলক্ষে চার দিনব্যাপী মেলার আয়োজন