করোনা আতঙ্কে দর্শকশূন্য মাঠ, স্থগিত রোনালদোদের ম্যাচ

করোনা আতঙ্কে দর্শকশূন্য মাঠ, স্থগিত রোনালদোদের ম্যাচ
নভেল করোনাভাইরাস আক্রমণের মুখে ইতালিয়ান সেরি আর অন্তত পাঁচটি ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল জুভেন্তাসের ম্যাচও।

ম্যাচ পাঁচটি হলো জুভেন্তাস-ইন্টার মিলান, এসি মিলান-জেনোয়া, পারমা-স্পাল, সাস্সুয়োলো-ব্রেসিয়া ও উদিনেস-ফিওরেন্তিনা মধ্যকার। এর মধ্যে উদিনেস ও ফিওরেন্তিনার ম্যাচ হওয়ার কথা ছিল শনিবার। বাকি চারটি ম্যাচের সূচি ছিল রোববামন।

সূচি অনুযায়ীই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দর্শকশূন্য মাঠে। সে সিদ্ধান্ত থেকেও এবার সরে ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ। শনিবার টুইট করে তারা জানায়, ম্যাচগুলো আপাতত স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১৩ মে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

করোনাভাইরাসে আক্রান্ত ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি অন্যতম। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত প্রায় ৯০০ মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। করোনোভাইরাসের ছড়িয়ে পড়া রোধে অনেক স্কুল, ক্যাফে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রভাব পড়েছে স্বাভাবিক জনজীবনে।

ফুটবল ইতালিয়ার এক টুইটে বলা হয়েছে, করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় জুভেন্তাস-ইন্টার, উদিনেস-ফিওরেন্তিনা, মিলান-জেনোয়া, পারমা-স্পাল ও সাস্সুয়োলো-ব্রেসিয়া মধ্যকার ম্যাচগুলোর নতুন সূচি করা হয়েছে ১৩ মে।

সেরি আ কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় ভয়াবহ অবস্থায় সরকারের নেওয়া নানা জরুরি উদ্যোগ বিবেচনায় এই সিদ্ধান্ত (পাঁচটি ম্যাচ স্থগিত) নেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে