বাংলাদেশি ছবিতে দক্ষিণী ভিলেন

বাংলাদেশি ছবিতে দক্ষিণী ভিলেন
দক্ষিণ ভারতীয় ছবির নিয়মিত নাম ‌কবির দুহান সিং। বিশাল দেহ ও ভয়ানক সব ভূমিকার কারণে বাংলাদেশি দর্শকের কাছেও ভীষণ পরিচিত তিনি।

খল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া এ শিল্পী বাংলাদেশি ছবিতে অভিনয়ের ঘোষণা দিয়েছেন।

গতকাল (২ ফেব্রুয়ারি) এক টুইটে এ তথ্য জানান কবির নিজেই। লেখেন, ‘‘নতুন দেশ, নতুন জীবন, নতুন চরিত্র। আমি গণ্ডি ছাড়িয়ে আমার ‘খল’ সীমা বাংলাদেশ পর্যন্ত ছড়াচ্ছি। এটা আমার ৪০তম কিন্তু বাংলাদেশি হিসেবে প্রথম চলচ্চিত্র। সবাই ‘হ্যাশট্যাগ কবির_৪০’ লিখে আমাকে শুভেচ্ছা জানাতে পারেন।’’

তবে তিনি চলচ্চিত্রের নাম বা অন্য কোনও আর তথ্য শেয়ার করেননি।

অনেকের ধারণা, বড় বাজেটের আন্তর্জাতিক মানের কোনও ছবিতে তিনি অভিনয় করতে যাচ্ছেন।

২০১৫ সালে তেলেগু ভাষার চলচ্চিত্র ‘জিল’-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবিরের। এরপর নিয়মিত তাকে দেখা গেছে তামিল ও কন্নড় ছবিতে।

কিক-২, ভেদালাম, ডিক্টেটর, সরদার গাব্বার সিংসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে