মুহিদ্দীন ইয়াসিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, শপথ কাল

মুহিদ্দীন ইয়াসিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, শপথ কাল
বহু জল্পনা কল্পনার পর অবশেষে মালয়েশিয়ার জাতীয়তাবাদী নেতা মুহিদ্দীন ইয়াসিনকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএ জানায়, মালয়েশিয়ার রাজা দেশটির জাতীয়তাবাদী নেতা মুহিদ্দীন ইয়াসিনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

এ ঘোষণার মধ্য দিয়ে মালয়েশিয়ার রাজনীতিতে দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটল। এর আগে মাহাথিরের দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন মুহিদ্দীন ইয়াসিন।

মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন মুহিদ্দীন ইয়াসিন। ১৯৭৮ সালে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হন। ১৯৯৫ সালে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। ১৯৯৯ সালে সাধারণ নির্বাচনের পরে তিনি বাণিজ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান। ২০০৯- ২০১৫ সাল পর্যন্ত তিনি উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মালয়েশিয়ার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্রের কাঠামোতে পরিচালিত হয়। রাজা হলেন রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান।

এদিকে এ ঘোষণার মধ্য দিয়ে ক্ষমতাসীন পাকাতান হারাপান দলের সভাপতি আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরা থাকল। এর আগে ২০১৮ সালে ক্ষমতাসীন পাকাতান হারাপান দল থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মাহাথির মোহাম্মদ। সিদ্ধান্ত মোতাবেক দুই বছর (২০১৮-২০২০) পর গত ২৪ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মাহাথির। আনোয়ার ইব্রাহিমকে ক্ষমতা হস্তান্তর করার বিষয়ে কোনো সুনিদির্ষ্ট তথ্য না দিয়েই পদত্যাগ করেন মাহাথির।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া