করোনা ঠেকাতে জাপানে সব স্কুল বন্ধ ঘোষণা

করোনা ঠেকাতে জাপানে সব স্কুল বন্ধ ঘোষণা
জাপান সরকার করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সব স্কুল বন্ধ ঘোষণা করেছে। জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় স্কুল বন্ধের ঘোষণা দেন।

এর ফলে দেশটির স্কুল খুলবে আগামী এপ্রিলে। ৯ শতাধিক জাপানি করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর স্কুল বন্ধের এ সিদ্ধান্ত জানানো হলো। এরইমধ্যে দেশজুড়ে সর্তকতা জারি হয়েছে।

প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, “প্রতিটি অঞ্চলে শিশুদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যা আগামী এক বা দুই সপ্তাহ অত্যন্ত জটিল আকার ধারণ করতে পারে। সরকার শিশুদের স্বাস্থ্য এবং সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।"

জাপানের হোক্কাইডোতে মঙ্গলবার একজন মারা যাওয়ার পর দেশটিতে ক্রমেই করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা বাড়ছে। জাপানে করোনাভাইরাসে এ পর্যন্ত চার জন মারা গেছে। এছাড়া আক্রান্ত হয়েছে ১৮৬ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

কাজে লাগান পুরনো টুথব্রাশ
খরচ কমাতে বছরের শুরু থেকেই করুন এই ৫ অভ্যাস
শীতে যে ৪ খাবার বাদ দেবেন না
উৎসবে বাজি-পটকা কতটা ক্ষতিকর?
শীতে কোন সময় গোসল করলে শরীর থাকবে সুস্থ?
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
কাঠবাদামের তেল কতটা উপকারী?
সপ্তাহে ১ দিন শ্যাম্পু করলেই দূর হবে খুশকি
সর্দি-কাশি দূর করার ঘরোয়া উপায়
জাল নোট চেনার সাত উপায়