ম্যানচেস্টার সিটির দখলে শীর্ষস্থান

ম্যানচেস্টার সিটির দখলে শীর্ষস্থান
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএলে) চলছে জমজমাট লড়াই। শীর্ষে উঠে কোনো ক্লাবই জায়গা পাকাপোক্ত করতে পারছে না। মঙ্গলবার রাতে ওয়েস্ট ব্রম কে উড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে সরিয়ে শীর্ষস্থান দখল করে ম্যানচেস্টার সিটি।

নিজেদের মাঠে ম্যানসিটির কাছে বিধ্বস্ত হয়ে ওয়েস্ট ব্রম। একে একে গোল হজম করে ৫টি। ম্যাচের শুরু থেকেই শেষ পর্যন্ত দাপট দেখিয়ে খেলে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে ম্যানসিটি মাঠ ছাড়ে।

ম্যাচের শুরুতেই ৬ মিনিটের সময় দলকে এগিয়ে দেন গিনদোয়ান। আর ২০ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন কানসেলো। এর ১০ মিনিট পরেই আরও একটি গোল করেন গিনদোয়ান। বিরতিতে যাওয়ার আগেই দলের হয়ে চতুর্থ গোলটি করেন রিয়াদ মহারেজ। বিরতি থেকে ফিরে ৫৮ মিনিটে ৫ম ও শেষ গোলটি করেন স্টার্লিং।

এই জয়ের মধ্য দিয়ে ইপিএলের পয়েন্ট টেবিলে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে ম্যানসিটি। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই আছে ম্যানইউ। এই দুই দলের মধ্যে জমজমাট লড়াই জমে উঠেছে। দুই দলেরই জয় ১২টি করে। ম্যানসিটি দুই ম্যাচে হারলেও তিনটিতে হারে ম্যানইউ।

পয়েন্ট টেবিলে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের অবস্থান বেশ নাজুক। ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে ৫ম স্থানে। লড়াইয়ে ফিরতে হলে তাদের দিতে হবে কঠিন পরীক্ষা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়