খুবিতে অসুস্থ শিক্ষার্থীদের পক্ষে অনশনে দুই সহপাঠী

খুবিতে অসুস্থ শিক্ষার্থীদের পক্ষে অনশনে দুই সহপাঠী
বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে অনশন চলাকালে অসুস্থ হয়ে পড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোবারক হোসেন নোমান ও ইমামুল ইসলাম সোহান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তারা বলছেন, কিছুটা সুস্থ হলে তারা আবার ক্যাম্পাসে ফিরে প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করবেন। আন্দোলনকারী দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের পক্ষে সহপাঠী জুবায়ের হোসাইন ও মুজাহিদুল ইসলাম অনশন চালিয়ে যাচ্ছেন।

সোমবার সপ্তম দিনের মতো শিক্ষার্থীদের অনশন কর্মসূচি অব্যাহত ছিল।

এদিকে, চাকরিচ্যুত করার চিঠি এখনও শিক্ষকদের হাতে পৌঁছেনি। ফলে তারা আইনি পদক্ষেপ নিতে পারেননি। এ ব্যাপারে বহিষ্কার হওয়া সহকারী অধ্যাপক আবুল ফজল বলেন, ১৮ জানুয়ারি সিন্ডিকেট সভায় চূড়ান্ত নোটিশ দেওয়ার সিদ্ধান্তের পর রাত ১২টায় ই-মেইলে আমাদের কাছে চিঠি পাঠানো হয়। পরদিন সকালে বাসায় পিওন পাঠিয়ে চিঠি পৌঁছে দেওয়া হয়। অথচ এবার আমাদের কোনো চিঠি দেওয়া হচ্ছে না। আমি নিজেও রেজিস্ট্রারকে তিনবার ফোন করেছি। তিনি নানা রকম কথা বলছেন। পুরো প্রক্রিয়ায় আমাদের অন্ধকারে রাখা হয়েছে, হয়রানি করা হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি