নতুন বিদেশি বিনিয়োগে শীর্ষ দেশ চীন

নতুন বিদেশি বিনিয়োগে শীর্ষ দেশ চীন

মার্কিন যুক্তরাষ্ট্রকে টপকে নতুন সরাসরি বিদেশি বিনিয়োগের জন্য বিশ্বের শীর্ষ গন্তব্য হিসেবে জায়গা করে নিল চীন। রবিবার প্রকাশ হওয়া জাতিসংঘের পরিসংখ্যানে এমনটি দেখা গেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রে বিদেশি কোম্পানিগুলোর নতুন বিনিয়োগ প্রায় অর্ধেকে নেমে গেলে দেশটি নিজের শীর্ষ স্থান হারায়।

অন্যদিকে একই সময় চীনের প্রতিষ্ঠানগুলোতে নতুন সরাসরি বিনিয়োগের পরিমাণ চার শতাংশ বেড়েছে। ফলে এ ক্ষেত্রে বিশ্বের এক নম্বর স্থানে উঠে আসে দেশটি।

এর মধ্য দিয়ে বিশ্ব অর্থনীতিতে প্রভাব দেখা গেল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লিপ্ত চীনের।

আরও জানা যাচ্ছে, গত বছর চীনে ১৬৩ বিলিয়ন ডলারের নতুন সরাসরি বিদেশি বিনিয়োগ গিয়েছে আর যুক্তরাষ্ট্রে গিয়েছে ১৩৪ বিলিয়ন ডলারের।

২০১৯ সালে যুক্তরাষ্ট্র ২৫১ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ পেয়েছিল আর চীন পেয়েছিল ১৪০ বিলিয়ন ডলারের। তবে নতুন বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে চীন শীর্ষ স্থানে উঠে এলেও মোট বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এখনো আধিপত্য ধরে রেখেছে যুক্তরাষ্ট্র।

তবে চীন ২০২৮ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির এক নম্বর আসনে চলে যাবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া