মার্কিন উপস্থাপক ল্যারি কিং আর নেই

মার্কিন উপস্থাপক ল্যারি কিং আর নেই
যুক্তরাষ্ট্রের টেলিভিশন ও বেতার জগতের অন্যতম শীর্ষ উপস্থাপক ল্যারি কিং লস এঞ্জেলেসে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

শনিবার (২৩ জানুয়ারি) খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। কিংবদন্তি এই টক শো উপস্থাপকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার ছেলে চান্স।

সিএনএন জানিয়েছে, জানুয়ারির শুরুতে লস অ্যাঞ্জেলেসের সিডারস সিনাই মেডিকেল সেন্টারে টকশোর বিখ্যাত এই তারকা ভর্তি হন। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন। আজ সকালে তিনি সেখানে মৃত্যুবরণ করেন।

বিভিন্ন খবরে প্রকাশ, ল্যারি কিং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহ ধরে ভুগছিলেন। এছাড়া গত কয়েক বছরে তার ডায়াবেটিস, হার্ট অ্যাটাকসহ একাধিক স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছিল।

প্রসঙ্গত, সত্তরের দশকে ল্যারি কিং বাণিজ্যিক নেটওয়ার্ক ‘মিউচুয়াল ব্রডকাস্টিং সিস্টেম’-এ রেডিও অনুষ্ঠান ‘দ্য ল্যারি কিং শো’ করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ১৯৮৫ থেকে ২০১০ সালের মধ্যে সিএনএনে ‘ল্যারি কিং লাইভ অন সিএনএন’ নামের অনুষ্ঠান উপস্থাপনা করেন। ২০১৩ সালে তিনি ওরা টিভিতে ‘পলিটিকিং উইথ ল্যারি কিং’ নামে একটি অনুষ্ঠানেরও উপস্থাপনা করেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া