জ্যাক মার ৫০ সেকেন্ডের দাম ৫ হাজার ৮০০ কোটি ডলার

জ্যাক মার ৫০ সেকেন্ডের দাম ৫ হাজার ৮০০ কোটি ডলার
মাত্র ৫০ সেকেন্ডের দেখা, এতেই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন সবাই। গত বুধবার প্রায় তিন মাস পর দেখা মেলে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার। ওই দিন চীনের প্রত্যন্ত অঞ্চলে ১০০ শিক্ষকের সামনে একটি ভিডিও বক্তব্য দেন মা। এ খবর এখন সবার জানা। তবে ওই ৫০ সেকেন্ডের মূল্য কত ছিল, তা বুঝিয়ে দিয়েছে শেয়ারবাজার।

এক মিনিটেরও কম সময়ের ওই ভিডিও প্রকাশের পর শেয়ারবাজারে আলিবাবার বাজারমূল্য এক দিনে বেড়ে যায় ৫ হাজার ৮০০ কোটি ডলার। এক দিনে কোম্পানিটির শেয়ারের দর বাড়ে সাড়ে ৮ শতাংশ। লেনদেন শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় ৭৪ হাজার কোটি মার্কিন ডলার। ফরচুন ডট কমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

বিশ্লেষকেরা বলছেন, এই পরিস্থিতি চীনা সরকারের কপালে ভাঁজ পড়াতে বাধ্য। জ্যাক মাকে কারাদণ্ড বা তাঁর ব্যবসায়ের ওপর নিয়ন্ত্রণ আনার বিষয়টি সরকারকে ভাবাবে।

প্রায় তিন মাস নিখোঁজ থাকার পর আলিবাবার প্রতিষ্ঠাতা বুধবারের ওই ভিডিও বার্তায় শিক্ষকদের উদ্দেশে বলেছেন, ‘তিনি শিখছেন ও ভাবছেন।’ সরকারের বিরুদ্ধে একটা শব্দ বলেননি তিনি। তবে বিনিয়োগকারীরা যে জ্যাক মাকে একঝলক দেখার জন্য কয়েক মাস ধরে অধীর অপেক্ষায় ছিলেন, তারই প্রতিফলন দেখা যায় শেয়ারবাজারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া