ভারতের সিরাম ইনস্টিটিউটে আগুনে ৫ জনের মৃত্যু

ভারতের সিরাম ইনস্টিটিউটে আগুনে ৫ জনের মৃত্যু
ভারতের করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনিস্টিটিউটের কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পুনের মেয়র মূরলিধর মোহল জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘সম্ভবত নির্মানধীন ভবরের ছয় তলায় আটকে পড়েছিলেন তারা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আর বের হতে পারেননি।’

মেয়র জানান, ওই ভবনে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, ওই পাঁচ জন ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন।

পুণের জেলাশাসক রাজেশ দেশমুখও পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুনের মঞ্জরি এলাকায় সিরামের টিকা তৈরির এই কারখানা অবস্থিত। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের লাগোয়া ভবনে আগুন লাগে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

সিরামের প্রধান নির্বাহি আদার পুনাওয়ালা টুইটারে বলেছেন, ‘আমরা এইমাত্র কিছু বিপর্যয়কর খবর পেয়েছি। আরও তদন্তের পর আমরা জানতে পেরেছি, দুর্ভাগ্যজনকভাবে ওই ঘটনায় কিছু প্রাণহানি হয়েছে। আমরা অত্যন্ত মর্মাহত এবং মৃতদের পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর শোক জানাচ্ছি।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া