ভেনিজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা জোরদার করবে ট্রাম্প প্রশাসন

ভেনিজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা জোরদার করবে ট্রাম্প প্রশাসন
দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার তেল খাতের ওপর নিষেধাজ্ঞা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনিজুয়েলা বিষয়ক আমেরিকার বিশেষ প্রতিনিধি ইলিয়ট আব্রামস একথা জানিয়েছেন।

ইলিয়ট আব্রামস বলেন, যে সমস্ত ব্যক্তি ও কোম্পানি নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ফলে যেসব ব্যক্তি ও কোম্পানি ভেনিজুয়েলার সঙ্গে লেনদেনে জড়িত তাদেরকে তা বন্ধ করার জন্য বলা হচ্ছে।

মার্কিন দূত বলেন, এশিয়া মহাদেশের বিশেষ করে চীনের যেসব কোম্পানি ভেনিজুয়েলা থেকে তেল কিনবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

২০১৮ সালে মাদুরো পুনর্নির্বাচিত হওয়ার পর ভেনিজুয়েলার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। এরপরও ভেনিজুয়েলা থেকে তেল আমদানি অব্যাহত রাখে চীন, ভারত এবং আরো বেশ কিছু দেশ। এতে করে ভেনিজুয়েলার তেল রপ্তানি খুব বেশি একটা কমেনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া