নতুন প্রেসিডেন্টের আগমনের দিনে ওয়ালস্ট্রিটে উত্থান

নতুন প্রেসিডেন্টের আগমনের দিনে ওয়ালস্ট্রিটে উত্থান
করোনার এই দুঃসময়ে মার্কিন অর্থনীতির হাল ধরবেন নতুন কান্ডারি। এমন প্রত্যাশায় ভর করে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথের দিন ব্যাপক উত্থান দেখল ওয়াল স্ট্রিট।

গতকাল বুধবার মার্কিন ইতিহাসের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জো বাইডেন। শপথের আগেই তিনি করোনায় ক্ষতিগ্রস্ত মার্কিন অর্থনীতির জন্য ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন। তাই নতুন প্রেসিডেন্টের নতুন অধ্যায়ের আশায় মার্কিন বিনিয়োগকারীরা।

গতকাল বেঞ্চমার্ক এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে রেকর্ড ১ দশমিক ৪ শতাংশ বেড়ে লেনদেন শেষ করে। গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুই–তৃতীয়াংশ কোম্পানিরই দাম বেড়েছে। অন্যদিকে প্রযুক্তিভিত্তিক নাসডাক সূচক বেড়েছে ২ শতাংশ। এই সূচকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে গতকাল কেবল নেটফ্লিক্সের দরই বেড়েছে ১৬ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে ডাও জোন্স সূচক বেড়েছে ২৫৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৩ শতাংশ। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

গতকাল সকালে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান শুরুর আগেই হোয়াইট হাউস ছেড়ে চলে যান ডোনাল্ড ট্রাম্প। দেড় শতাব্দীর বেশি সময়কাল পরে উত্তরসূরির উদ্বোধনে উপস্থিত না হওয়া প্রথম প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। ব্যাপক বেকারত্ব, উচ্চ ঋণসহ নানা সমস্যায় জর্জরিত মার্কিন অর্থনীতির বর্তমান অবস্থায় জো বাইডেন কীভাবে পথ দেখান, এটাই এখন দেখার বিষয়।

ওয়াল স্ট্রিটের উত্থানের প্রভাব ছিল গতকাল ইউরোপের শেয়ারবাজারেও। জার্মানি, যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারেও ব্যাপক সূচক বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন, মার্কিন প্রণোদনা বিশ্বব্যাপী চাহিদা বাড়িয়ে দেবে, যার ফলে ইউরোপীয় কোম্পানিগুলোও উপকৃত হবে।

আজ বৃহস্পতিবার ইতিবাচক রয়েছে এশিয়ার পুঁজিবাজারও। বেড়েছে হংকংয়ের হ্যাংসেং সূচক, চীনের সাংহাই কম্পোজিট সূচক, দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া