দ্বিতীয় ধাপের পৌর নির্বাচন: ৪২টিতে নৌকার জয়

দ্বিতীয় ধাপের পৌর নির্বাচন:  ৪২টিতে নৌকার জয়
পৌরসভার দ্বিতীয় ধাপের ভোটেও আওয়ামী লীগের প্রাধান্য। ৬১ পৌরসভার মধ্যে ৪২টিতে বেসরকারি ফলে জয় পেয়েছেন নৌকার মেয়র প্রার্থী। বিপরীতে বিএনপি ৫ আর স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৬ পৌরসভায়। এছাড়া জাতীয় পার্টি ও জাসদ থেকে মেয়র হচ্ছেন দুজন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৪ জন। স্থগিত ২ পৌরসভা নির্বাচন।

এ ধাপে বিএনপির চেয়ে ১টি আসন বেশি পেয়েছে স্বতন্ত্রপ্রার্থীরা। এদিকে, অনিয়মের অভিযোগ এনে রাজশাহীর ভবানীগঞ্জ, বাগেরহাটের মোংলা, কিশোরগঞ্জের কুলিয়াচর, পাবনার ঈশ্বরদী ও ম‌েহেরপু‌রের গাংনীতে ভ‌োট বর্জন করেন বিএনপির মেয়র প্রার্থীরা। দ্বিতীয় ধাপের নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন ২১০ জন। কাউন্সিলর ২ হাজার ২৩২ জন; সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থী ৭২৪ জন।

এর আগে গত ২২ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় এক মেয়রপ্রার্থী করোনায় মারা গেলে নির্বাচন স্থগিত করা হয়। ফলে শনিবার দ্বিতীয় ধাপের ৬০ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বর্তমানে দেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। গত ২২ নভেম্ববর প্রথম ধাপের ২৫ পৌরসভা নির্বাচনের তফসিল অনুযায়ী গত ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২ ডিসেম্বর দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, ১৬ জানুয়ারি ৬০টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও গত ১৪ ডিসেম্বর তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ গত ৩ জানুয়ারি চতুর্থ ধাপের ৫৬টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি সারাদেশের ৫৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নির্বাচনী প্রচারে টেলিগ্রাম চ্যানেল খুললো আ. লীগ
নির্বাচন থেকে সরে গেলেন জাপার তিন প্রার্থী
নির্বাচনে ভোটারদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ: কাদের
মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না: প্রধানমন্ত্রী
আ.লীগের আমলে বেড়েছে মাথাপিছু আয়
পল্টনের খাদে পড়ে গেছে বিএনপির এক দফা: কাদের
বিএনপির রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই: শেখ হাসিনা
ঢাকায় নির্বাচনী জনসভার অনুমতি পেল আ.লীগ
বছরে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে আ.লীগ: কাদের
বিকেলে ৬ জেলার জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন শেখ হাসিনা