কলকাতায় নেটপ্যাক অ্যাওয়ার্ড জিতেছে ‘নোনা জলের কাব্য’

কলকাতায় নেটপ্যাক অ্যাওয়ার্ড জিতেছে ‘নোনা জলের কাব্য’
গুটেনবার্গ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে রেজওয়ান শাহরিয়ারের ‘নোনা জলের কাব্য’। ইউরোপের মর্যাদাপূর্ণ এ উৎসবের ‘ইঙ্গমার বার্গম্যান অ্যাওয়ার্ড’ বিভাগে মনোনয়ন পাওয়া ছয়টি ছবির একটি এই ছবি। এ বিভাগে একই সঙ্গে মনোনয়ন পেয়েছে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া ‘গ্যাগারিন’ ছবিটিও। কেবল বাংলাদেশই নয়, এ বছর দক্ষিণ এশিয়া থেকে এ উৎসবে অংশ নেওয়া একমাত্র ছবি ‘নোনা জলের কাব্য’। তার আগে আরেকটি সুখবর পেয়েছেন এ ছবির পরিচালক। এরই মধ্যে গতকাল শুক্রবার কলকাতা চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক অ্যাওয়ার্ড জিতেছে সিনেমাটি।

গুটেনবার্গ চলচ্চিত্র উৎসবের ‘ইঙ্গমার বার্গম্যান অ্যাওয়ার্ড’ বিভাগে মনোনয়ন পেয়ে এই পরিচালক বলেন, ‘আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে ইঙ্গমার বার্গম্যানের ছবি দেখি। “দ্য সেভেনথ সিল”, “দ্য সাইলেন্স” আমার দেখা প্রথম মাস্টার ফিল্ম। এরপর একে একে আমি বার্গম্যানের বেশ কিছু সিনেমা দেখি। “ওয়াইল্ড স্ট্রবেরিস”, “পারসোনা”, “উইন্টার লাইট”, “দ্য টর্চ”, “সামার উইথ মনিকা”—এই ছবিগুলো দেখে সিনেমা নিয়ে আমার প্রচলিত ধারণা ভাঙে।

সিনেমা যে সমাজের কথা বলে, ব্যক্তির চিন্তার জগতের কথা বলে, জীবন, মৃত্যু আর ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানুষের বিশ্বাসের কথা বলে—এটা জেনে ২০ বছরের এই আমি মনে মনে ঠিক করলাম, আমিও সিনেমা বানাব। তা ছাড়া আমার সঙ্গে আর যে ছবিগুলো মনোনয়ন পেয়েছে, সেগুলো গত বছর বিশ্ব চলচ্চিত্রের বড় আসরগুলোতে ঘটা করে উদযাপিত হয়েছে। সব মিলিয়ে এ বিভাগে মনোনয়ন পাওয়া আমার জন্য খুবই আনন্দ আর সম্মানের।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে