দাদিকে শেষবার দেখতে পারলেন না সাকিব

দাদিকে শেষবার দেখতে পারলেন না সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে ৩ জানুয়ারি দেশে ফেরেন। দেশে এসেই তিনি নেমে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতিতে। আজ বিকেএসপিতে তার প্রস্তুতি ম্যাচ ছিলো। কিন্তু তার আগেই দুঃসংবাদ শুনতে হলো সাকিব আল হাসানকে। মাগুরায় গ্রামের বাড়িতে বুধবার রাতে মৃত্যুবরণ করেন তার দাদি রেবেকা নাহার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বাদ জোহর মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।

তবে দেশে থেকেও দাদিকে শেষ দেখার জন্যও যেতে পারলেন না সাকিব আল হাসান। নিয়তির এমন নিষ্ঠুর আচরণ, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বায়ো-বাবলের (জৈব সুরক্ষ বলয়) মধ্যে থাকার কারণে সাকিবের কোথাও যাওয়ার সুযোগ নেই।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ফাইনাল হলেও সেটা ছিল ঘরোয়া টুর্নামেন্ট। ব্যক্তিগত জরুরি কারণকেই প্রাধান্য দিয়েছেন সাকিব। কিন্তু এবার পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ সামনে। দেশের হয়ে খেলতে হবে।

সাকিবের বাবা মাশরুর রেজা মাগুরায় সাংবাদিকদের বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বায়ো সিকিউর বাবলে (জৈব সুরক্ষা বলয়) থাকার কারণে, দাদিকে শেষবারের মতো দেখতে মাগুরায় আসতে পারবে না সাকিব।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে