ঘুড়ির ডানায় বিশ্বব্যাপী আনন্দের বার্তা ছড়াতে চাই

ঘুড়ির ডানায় বিশ্বব্যাপী আনন্দের বার্তা ছড়াতে চাই
ঘুড়ির ডানায় বিশ্বব্যাপী আনন্দের বার্তা ছড়াতে চাই। আমরাও উৎসব করতে জানি, আনন্দ করতে জানি তা সাকরাইন উৎসবের মাধ্যমে বিশ্বব্যাপী জানাতে চাই। পুরান ঢাকায় সাকরাইন উৎসবের উদ্বোধনকালে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে পুরান ঢাকার সূত্রাপুরের পাতলাখান লেনের একটি বাড়ির ছাদে এ ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রথম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঘুড়ি উৎসব করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে ঘুড়ি উৎসব করা হচ্ছে। আনন্দের মধ্য দিয়ে পুরো ঢাকাবাসী তা উপভোগ করছেন।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য ঢাকার ঐতিহ্যকে লালন, সংরক্ষণ ও পালন করা। সেই লক্ষ্যে এখন থেকে প্রতি বছর এই আয়োজন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর মাধ্যমে আমরা ঢাকার সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে পারব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু