ফেব্রুয়ারিতে অক্সফোর্ডের টিকা আনতে পারে বেক্সিমকো

ফেব্রুয়ারিতে অক্সফোর্ডের টিকা আনতে পারে বেক্সিমকো
বাংলাদেশের বেক্সিমকো আগামী মাস, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন বেসরকারিভাবে বাজারজাত শুরু করতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

বেক্সিমকো ফার্মার প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) রাব্বুর রেজা রয়টার্সকে বলেছেন, প্রতিষ্ঠানটি ৫০ লাখ ডোজ টিকা প্রায় চার ডলার করে সেরাম ইনস্টিটিউট থেকে কিনছে, যা তারা বাংলাদেশ সরকারকে দেবে। ওই টিকাগুলো চলতি বছরের মাঝামাঝি নাগাদ সরবরাহ করবে। সেরাম ইনস্টিটিউট চলতি মাসের শেষদিকে সরকার ও ব্যক্তিপর্যায়ে বিক্রির জন্য টিকার ডোজ সরবরাহ করবে।

রয়টার্স জানায়, বাজারে বিক্রির উদ্দেশে প্রায় আট ডলার দরে ৩০ লাখ ডোজ টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনবে বেক্সিমকো। এগুলো দেশের বাজারে ১৩ দশমিক ২৭ ডলার বা এক হাজার ১২৫ টাকা করে বিক্রি করবে বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার একমাত্র সরবরাহকারী কোম্পানিটি।

ভারত সরকারের কাছে তিন ডলারেরও কম দামে টিকা বিক্রি করেছে দেশটির বেসরকারি কোম্পানি সেরাম ইনস্টিটিউট। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ভারতে উৎপাদন করছে কোম্পানিটি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু