করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ

করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ
ওয়েস্ট ইন্ডিজ দল টিম হোটেল সোনারগাঁওয়ে কোয়ারেন্টিনে আছে। তাদের দ্বিতীয় করোনা পরীক্ষা মঙ্গলবার হওয়ার কথা থাকলেও দুই দিন পিছিয়ে বৃহস্পতিবার হবে। টেস্ট ও ওয়ানডে দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ প্রায় ৪০ জনের বহর নিয়ে বাংলাদেশ সফরে এসেছে ক্যারিবীয়রা।

ঢাকা পৌঁছেই করোনা পরীক্ষার নমুনা দিতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দলকে। মঙ্গলবার করোনা পরীক্ষার ফল হাতে পেয়েছে ক্যারিবীয়রা। সফরের প্রথম পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই করোনা নেগেটিভ হয়েছেন। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন উইন্ডিজ দলের মিডিয়া ম্যানেজার ডারিও বার্থলে।

ডারিও বার্থলে বলেন, 'আমাদের দলের সবাই সুস্থ আছে। সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমাদের দ্বিতীয় পরীক্ষা হবে আগামী বৃহস্পতিবার। আশা করছি এদিন থেকেই আমরা নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারব। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়।'

ওয়েস্ট ইন্ডিজ দল টিম হোটেল সোনারগাঁওয়ে কোয়ারেন্টিনে আছে। তাদের দ্বিতীয় করোনা পরীক্ষা মঙ্গলবার হওয়ার কথা থাকলেও দুই দিন পিছিয়ে বৃহস্পতিবার হবে। এদিন থেকেই নিজেদের মধ্যে অনুশীলন শুরু করার কথা সফরকারীদের। টেস্ট ও ওয়ানডে দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ প্রায় ৪০ জনের বহর নিয়ে বাংলাদেশ সফরে এসেছে ক্যারিবীয়রা।

আগামী ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ-উইন্ডিজ। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি মিরপুর স্টেডিয়ামে শুরু হবে ১১ ফেব্রুয়ারি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে