ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধের প্রভাব পড়েছে শেয়ার বাজারে

ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধের প্রভাব পড়েছে শেয়ার বাজারে
ভবিষ্যত হামলা ও সহিংসতার শঙ্কা করে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয় সামজিক যোগাযোগ মাধ্যম টুইটার। ৮৮ মিলিয়ন ফলোয়ারের একটি দেশের রাষ্ট্রপ্রধানের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার প্রভাব পড়েছে টুইটারের শেয়ার বাজারে। গেল তিনদিনে তাদের দরপতন হয়েছে প্রায় ৫ বিলিয়ন ডলারের।

শুক্রবার টুইটারের প্রতি শেয়ারের মূল্য ছিল ৫১.৪৮ ডলার। সোমবার সেটা কমে প্রথমে হয় ৪৭.১৬ ডলার। এরপর আরো কমে ৪৫.১৫ ডলারে থামে। যদিও পরবর্তীতে আবার দাম বেড়ে হয় প্রায় ৪৯ ডলার। তবে ট্রাম্প কাণ্ডে টুইটারের বাজার মূল্য কমেছে প্রায় ৫ বিলিয়ন ডলার। যা প্রায় ১২ শতাংশ ক্ষতির।

মূলত ট্রাম্পের ৮৮ মিলিয়ন ফলোয়ারের অনেকেই তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার বিষয়টি মেনে নিতে পারছেন না। তদের অনেকেই আছেন আবার শেয়ার বাজারে। ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করায় তারা টুইটারকে পিঠ দেখাতে শুরু করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া