জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি।
রবিবার (১০ জানুয়ারি) সকালে সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন গাজীর (বিল্লাল) নেতৃত্বে সিনিয়র সহসভাপতি আবুল কাশেম মিয়া, সহসভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম, আজিজুর রহমান ভূঁইয়া, সাইফুজ্জামান সেতু, সাধারণ সম্পাদক এমদাদুল হক ভূঞা, সাংগঠনিক সম্পাদক সামসুল আজাদ শীতল, কোষাধ্যক্ষ মাসুদ আলম, উপদেষ্টা মস্তাক আহমেদ পলাশসহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।