পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের সব ব্যাংক হিসাব ফ্রিজ করে রাখা হয়েছে। গত ২২ ফেব্রেুয়ারি উচ্চ আদালতের আদেশে বাংলাদেশ ব্যাংক নর্দার্ণ জুটের সব ব্যাংক হিসাব ফ্রিজ করে রেখেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির ব্যাংক হিসাব ফ্রিজ করার কারণে কোম্পানিটি কেনো ধরনের রপ্তানি করতে পারছে না। কোম্পানিটি কোনো কাঁচা পাট প্রক্রিয়াজাত করতে পারছে না এবং কোনো টাকা পরিশোধ করতে পারছে না।
এমনকি কোম্পানটি বিনিয়োগকারীদের মধ্যে সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশও বিতরণ করতে পারছেনা। তাই কোম্পানি গতকাল ২২ মার্চ থেকে আগামী ২৫ মার্চ পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।