ফেব্রুয়ারিতে হচ্ছে না বইমেলা

ফেব্রুয়ারিতে হচ্ছে না বইমেলা
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে না অমর একুশে বইমেলা। মার্চ কিংবা এপ্রিল মাসে বইমেলা অনুষ্ঠিত হবে কি না সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

বাংলা একাডেমির সভাপতি ফোকলোরবিদ, গবেষক শামসুজ্জামান খান গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় বইমেলা আয়োজন স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত বইমেলা আয়োজন সম্ভব নয়।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির কারণে শারীরিক উপস্থিতিতে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন সম্ভব নয়। মার্চেও সেটা আয়োজন করা কঠিন হবে। কেন না, বইমেলা আয়োজনের প্রস্তুতি নিতে কমপক্ষে দেড় মাস সময় লাগে।

প্রকাশকরা বলছেন, ফেব্রুয়ারিতে বইমেলা না হলে মার্চেও আয়োজন সম্ভব হবে না। কারণ কমপক্ষে দেড় মাস সময় হাতে না থাকলে বইমেলায় অংশ নিতে পারবে না প্রকাশকরা। তাছাড়া এপ্রিলে বইমেলা করতে গেলে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের ঝুঁকি মাথায় নিতে হবে। আর এপ্রিল পার হয়ে গেলে এ বছর আর একুশের বইমেলা আয়োজন সম্ভব হবে না। তাই এ বছর একুশের বইমেলা আয়োজনের ব্যাপারে অনিশ্চয়তা সহসাই কাটছে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু