সাংবাদিক সোহেলকে হত্যার হুমকি,সিএমজেএফের উদ্বেগ

সাংবাদিক সোহেলকে হত্যার হুমকি,সিএমজেএফের উদ্বেগ
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট'স ফোরামের (সিএমজেএফ) সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেলকে হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ জানিয়েছে সিএমজেএফ। রোববার (১০ জানুয়ারি) সংগঠনটির সভাপতি হাসান ইমাম রুবেল ও সাধারণ সম্পাদক মনির হোসেন এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।

এছাড়াও যারা হুমকি দিয়েছেন, তাদের দ্রুত সনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান সিএমজেএফের নেতৃবৃন্দ।তারা মনে করেন, প্রযুক্তির কল্যাণে এ ধরনের অপরাধীদের চিহ্নিত করা দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য সময়ের ব্যাপার মাত্র। আর এ ধরনের দুস্কৃতিকারীদের বিচার না হলে স্বাধীন সাংবাদিকতা ও মুক্তগণমাধ্যম প্রতিষ্ঠা সংক্রান্ত সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে।

এ ঘটনায় শনিবার (৯ জানুয়ারি) ডিএমপির শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

সোহেল জানান, শুক্রবার (৮ জানুয়ারি) রাতে রাজধানীর মৎস্য ভবন এলাকায় অপরিচিত কয়েকজন তার রিকশার গতিরোধ করে। পরে তাকে হত্যাসহ নানা হুমকি দেয়।

ঘটনার পর প্রাণভয়ে পার্শ্ববর্তী বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিটিভি কার্যালয়ে ঢুকে পড়েন তিনি। সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির পাশের রাস্তায় ঘটে এ ঘটনা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়