অনিল আম্বানির রিলায়েন্সের একাধিক এ্যাকাউন্ট জাল

অনিল আম্বানির রিলায়েন্সের একাধিক এ্যাকাউন্ট জাল
অস্বস্তি বাড়ল ভারতের এক সময়ের শীর্ষস্থানীয় শিল্পপতি অনিল আম্বানির। ঋণের ভারে জর্জরিত রয়েছে এই শিল্পগোষ্ঠী। তার উপর অনিল আম্বানির রিলায়েন্স গোষ্ঠীর রিলায়েন্স কমিউনিকেশন, রিলায়েন্স টেলিকম এবং রিলায়েন্স ইনফ্রাটেলের ব্যাংক এ্যাকাউন্টগুলিকে দিল্লি হাইকোর্টের কাছে স্টেট ব্যাংক ‘জালিয়াতি’ হিসেবে চিহ্নিত করেছে। এর ফলে এ বিষয়ে সিবিআই তদন্তের সম্ভাবনা জোরালো হয়েছে।

ভারতের স্টেট ব্যাংককে আদালত ওই এ্যাকাউন্টগুলির স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। নিয়ম অনুসারে, কোনও ব্যাংক এ্যাকাউন্টে অনাদায়ী ঋণ দীর্ঘ দিন ধরে পড়ে থাকলে তখন সেটিকে অনুৎপাদক সম্পদ (নন পারফর্মিং অ্যাসেট) বলে ধরা হয়। তারপর ব্যাংক সেই এ্যাকাউন্টগুলির ফরেনসিক অডিট করে থাকে।

তখন অডিটে যদি তহবিল তছরুপ বা বেআইনি লেনদেন কিছু ধরা পড়ে তখন সংশ্লিষ্ট এ্যাকাউন্টটিকে ‘জালিয়াতি’ হিসেবে চিহ্নিত করা হয়। আর সেকথা সাত দিনের মধ্যে রিজার্ভ ব্যাংকে জানাতে হয়। এছাড়া রিজার্ভ ব্যাংকে জানানোর ৩০ দিনের মধ্যে সিবিআই এর কাছে অভিযোগ জমা দিতে হয় যদি তা এক কোটি টাকার বেশি হয়।

বর্তমানে ঋণ জালে জর্জরিত অনিল আম্বানি একসময় বিশ্বের ধনীদের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। সূত্র অনুসারে, এই গোষ্ঠীর রিলায়েন্স কমিউনিকেশন, রিলায়েন্স টেলিকম এবং রিলায়েন্স ইনফ্রাটেলের ঋণের পরিমাণ যথাক্রমে, ৪৯০০০ কোটি টাকা ২৪,০০০ কোটি টাকা এবং ১২,০০০ কোটি টাকা। ঋণের ভারে তার এমনই বেহাল দশা যে কিছুদিন আগে অনিল আম্বানি জানিয়েছিলেন, তার এতই খারাপ দশা যে জীবনধারণের জন্য স্ত্রী সন্তানের উপর নির্ভর করতে হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া