করোনার টিকা এখন বিশ্বের অনেক দেশেই প্রয়োগ শুরু হয়েছে। আর শুরুর দিকেই ভ্যাকসিন গ্রহণ করেছেন ছোটপর্দার উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী নওশীন। সবাই তাকে নওশীন নামেই চেনেন।
আমেরিকাবাসী হিসেবে নিয়মিতই ভোগ করেন উন্নত বিশ্বের নাগরিকদের সুবিধা। করোনার টিকা গ্রহণেও থাকলেন এগিয়ে। যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় ওই টিকা পেয়ে গেছেন তিনি।
নওশীন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন। তিনি টিকা গ্রহণের কার্ডের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ডোজ করােনার টিকা গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ।’
প্রথম ডোজ নেওয়ার পর এখনো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন তিনি।
এদিকে পোস্ট করা ছবির কার্ড থেকে জানা যায়, ৫ জানুয়ারি ফাইজার-বায়োএনটের টিকার প্রথম ডোজ নিয়েছেন নওশিন।