সেনাবাহিনীতে ৮৪০ জনের চাকরির সুযোগ

সেনাবাহিনীতে ৮৪০ জনের চাকরির সুযোগ
বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ৬২টি পদে মোট ৮৪০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ। প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। বেসামরিক স্থায়ী/অস্থায়ী এসব পদে আবেদন করা যাবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

পদগুলো হলো:
*স্টোরকিপার—১টি
*ফার্মাসিস্ট—১টি
*ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট—৩টি
*ল্যাবরেটরি অ্যাটেনড্যান্ট—১টি
*সিকিউরিটি ইন্সপেক্টর—৭টি
*উচ্চমান করণিক—১০টি
*হেড মেকানিক—৩টি
*ড্রাফটসম্যান—৩টি
*হিসাবরক্ষক—১টি
*মিল্ক রেকর্ডার—১টি
*বয়লার অপারেটর—২টি
*সহকারী সুপারভাইজার—১টি
*কেমিস্ট—১টি
*ড্রাইভার রিকোভারি—১টি
*সহিস—২টি
*কার্পেন্টার—১৬টি
*ফিটার—৩টি
*স্টোরম্যান—৩৪টি
*নিরাপত্তাপ্রহরী—৬৫টি
*বুক বাইন্ডার—১টি
*গ্রাউন্ডসম্যান—১টি
*ভিউয়ার—১টি
*ইনসেমিনেটর—১টি
*ফায়ার কু—২টি
*পেইন্টার—৯টি
*ওয়ার্ডবয়—৩৩টি
*আয়া—১৫টি
*টিনস্মিথ—৯টি
*জিসি’স অর্ডারলি—২০টি
*মিল্ক রুম কুলি—১টি
*ইলেকট্রিশিয়ান—৯টি
*হসপিটাল অর্ডারলি—১টি
*বারবার—৫টি
*প্যাকার—১২টি
*মিল্ক ডেলিভারিম্যান—১টি
*আপহোলস্টার—১টি
*ফায়ারম্যান—২৯টি
*ইউএসএম—১৪০টি
*গোয়ালা—২টি
*ইলেক্ট এমভি (এসএস-২)—১টি
*সার্চার—২টি
*মালি—১৯টি
*টানার—১টি

বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে ৮৪০ জনকে নিয়োগ দেবে। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত
*বাবুর্চি/এনসি (ইউ) বাবুর্চি—৪৬টি
*পাম্প ড্রাইভার—২টি
*প্ল্যান্ট অপারেটর—১টি
*ওয়াসারম্যান/ধোপা—১০টি
*টেইলার (ইউ)/টেইলার—১২টি
*ফটোকপি অপারেটর—১টি
*ব্রিক লেয়ার—১টি
*ব্ল্যাকস্মিথ—২টি
*অফিস সহায়ক/বার্তাবাহক—৩৬টি
*এক্সচেঞ্জ অপারেটর/টেলিফোন অপারেটর—৪টি
*ইএন্ডবিআর/এনসি (ইউ) ইএন্ডবিআর—৯টি
*পরিচ্ছন্নতাকর্মী/এনসি (ইউ) পরিচ্ছন্নতাকর্মী—৭২টি
*ভেটেরিনারি ফিল্ড অ্যাসিসট্যান্ট (ভিএফএ)—৮টি
*সহকারী বাবুর্চি/এনসি (ইউ) সহকারী বাবুর্চি—১৬টি
*অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর (এএমআই)—১টি
*মেসওয়েটার/এনসি (ইউ) মেসওয়েটার—৪২টি
*সিভিল মেকানিক্যাল ড্রাইভার/সিএমডি/ড্রাইভার/ড্রাইভার এমটি—২২টি
*ফার্ম লেবার (কাফ অ্যাটেনডেন্ট/কাল্টিভেশন/পরিচ্ছন্নতাকর্মী/ডেইরি পরিচ্ছন্নতাকর্মী)—১০টি
*অফিস করণিক/অফিস করণিক কাম টাইপিস্ট/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক—৭৩টি।

আবেদনের যোগ্যতা ও বিস্তারিত তথ্য, আবেদন ফরম www.army.mil.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়