করোনার জিনের বিন্যাস উন্মোচকদলকে সংবর্ধনা দিল চবি

করোনার জিনের বিন্যাস উন্মোচকদলকে সংবর্ধনা দিল চবি
চট্টগ্রাম বিভাগের করোনা ভাইরাস (কোভিড-১৯) এর জিনের বিন্যাস উন্মোচন (জিনোম সিকোয়েন্সিং) করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একদল গবেষক।

প্রথমবারের মতো পুরো বিভাগের করোনা ভাইরাসের জিনের বিন্যাস উন্মোচনের কাজ সম্পন্ন করেছেন তারা।

চট্টগ্রাম বিভাগের ১১ জেলার নভেল করোনা ভাইরাসের জিনের বিন্যাস উন্মোচনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চার গবেষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ ডিসম্বর) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত গবেষকরা হলেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগর সহযোগী অধ্যাপক ও চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়াঁ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল এবং মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইমরানুল হক ও ড. এইচ এম আবদুল্লাহ আল মাসুদ। এছাড়াও গবেষণার সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থী গবেষকদেরও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চবি উপাচার্য।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল জ্ঞান-গবেষণার উন্মুক্ত চারণভূমি। এ চারণভূমিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অদম্য গতিতে এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত রাখতে এবং এ বিশ্ববিদ্যালয়কে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে আরও আন্তরিক ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সংবর্ধিত গবেষক ড. রবিউল হাসান ভূইয়াঁ এবং ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল করোনা ভাইরাসের জিনোম সিকায়ন্সিং (জিনের বিন্যাস) উন্মোচনের আদ্যোপান্ত বিবরণ তুলে ধরেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি