সরিয়ে দেয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে!

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালকে মানবসম্পদ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিভাগটির দ্বায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি গভর্নর-১ এস এম মনিরুজ্জামানকে। কর্মকর্তাদের দাবির মুখে গভর্নর ফজলে কবির গতকাল রাতে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে এ পরিবর্তন এনেছেন বলে ধারণা করা হচ্ছে ।

এর আগে গতকাল সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কর্মকর্তারা। বিক্ষোভ শেষে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা এবং বাংলাদেশ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন, ঢাকার নেতারা গভর্নরের কাছে স্মারকলিপি জমা দেন।

সেখানে আহমেদ জামালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়। অভিযোগের কোনোটিই আর্থিক নয়, তাঁর আচরণসংক্রান্ত। মানবসম্পদ বিভাগ তাঁর অধীনে থাকায় এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন কর্মকর্তারা, বিশেষ করে সুযোগ-সুবিধা পাওয়া নিয়ে। নির্বাহী পরিচালক পদে থাকার সময়ও মানবসম্পদ বিভাগের দায়িত্বে ছিলেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা