অপরিশোধিত ৮ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট জমা দিলো ওয়ান ব্যাংক

অপরিশোধিত ৮ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট জমা দিলো ওয়ান ব্যাংক
ভ্যাট গোয়েন্দা নিরীক্ষা করে ওয়ান ব্যাংকের ৮ কোটি ২৯ লাখ টাকা অপরিশোধিত ভ্যাট উদঘাটন করেছিল। ব্যাংকের পক্ষ থেকে তা আজ জমা দেওয়া হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভ্যাট গোয়েন্দার নিরীক্ষায় দেখা যায়- বাণিজ্যিক ব্যাংকটি ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ তিন অর্থবছরে নিয়ম বহির্ভূতভাবে রেয়াত গ্রহণ করেছে। এর ফলে ভ্যাট পরিশোধের দায় উদ্ভুত হয়।ভ্যাট গোয়েন্দার নিরীক্ষা দল শুনানিতে বক্তব্য গ্রহণের পর্যায়ে উত্থাপিত অডিট আপত্তিটি ব্যাংক কর্তৃপক্ষ মেনে নেন।

ওয়ান ব্যাংক আজ অডিট আপত্তি অনুযায়ী স্বেচ্ছায় আট কোটি ২৯ লাখ টাকা ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়।

এই টাকা এনবিআরের ভ্যাট রাজস্ব হিসেবে যোগ হবে। সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ মহি উদ্দিন নিরীক্ষা দলের নেতৃত্বে ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা