ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দর কমার শীর্ষে রয়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর ১৩ টাকা ৬০ পয়সা বা ৭.১৮ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার কোম্পানিটি সর্বশেষ ১৭৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৭৮৩ বারে ৪ লাখ ৩৬ হাজার ৮৫২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৬৯ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৮০ পয়সা বা ৬.৫০ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৬৯ টাকা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইমাম বাটন, আমান কটন ফাইবার্স, ডমিনেজ স্টিল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও ইস্টার্ন কেবলস লিমিটেড।