এডিসন পাওয়ারের সিইও হলেন আমরান হোসেন

এডিসন পাওয়ারের সিইও হলেন আমরান হোসেন
এডিসন পাওয়ার বাংলাদেশ লিমিটেড এবং এডিসন মারসনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মুহাম্মদ এমরান হোসেন এফসিএ কে নিয়োগ দিয়েছে এডিসন গ্রুপ। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে তিনি এডিসন পাওয়ারের সিইও হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

এমরান হোসেন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) একজন ফেলো সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ শেষ করে ২০০৭ সালে বিশ্বখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানি ‘সিমেন্স বাংলাদেশ লিমিটেড’ এ কর্মজীবন শুরু করেন। সিমেন্সে থাকাকালীন তিনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কমার্শিয়াল প্রধান, ফাইন্যান্স বিভাগের প্রধান, করপোরেট ভ্যাট/ট্যাক্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনস্ট্রেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালে তিনি এডিসন গ্রুপের গ্রুপ ইন্টারনাল অডিট বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। এরপর তিনি এডিসন গ্রুপের হেড অব প্রকিউরমেন্ট, হেড অব গ্রুপ কমার্শিয়াল, এডিসন পাওয়ার ও এডিসন ফুটওয়্যারের ফাইন্যান্স কন্ট্রোলারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

মুহাম্মদ এমরান হোসেন ১৯৭৭ সালের ১০ মে গাজীপুর জেলার শ্রীপুর থানার গোসিংগা ইউনিয়নের খোজেখানি গ্রামে জন্মগ্রহণ করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন