বিদায়ী সপ্তাহে (২৫ জানুয়ারি-২৯ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে ৬২ পয়সা বা ২৮ দশমিক ৭৪ শতাংশ।
শনিবার (৩১ জানুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিনান্স সার্ভিসেস লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৬২ পয়সা বা ২৮.৭৪ শতাংশ। সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৬৭ পয়সা বা ১৭ দশমিক ২৮ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেনারেশন নেক্সট ফ্যাশনসের ১১.৫৪ শতাংশ, রানার অটোমোবাইলসের ১০.৯৯ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৯.৯৪ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৯.৮৪ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়ালের ৯.২৩ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিনান্সের ৮.০৬ শতাংশ এবং জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭.৬২ শতাংশ দর কমেছে।
এমএন