ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মধ্যরাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ’ এর প্রচারণার বিলবোর্ড সরিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ)। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ওই বিলবোর্ড সরানো হয়।
ছাত্র ইউনিয়নের (একাংশ) দাবি, তারা রাজুর ভাস্কর্য ঢেকে দেওয়ায় বিলবোর্ড সরিয়ে অন্যত্র রাখা হয়েছে।
এ ঘটনায়, ছাত্র ইউনিয়নের (একাংশ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বলেন, রাজু ভাস্কর্যের সামনে ইসলামী ছাত্রশিবিরের প্রচারণার একটি বড় বিলবোর্ড লাগানো ছিল।
যেকোনও ছাত্র সংগঠন তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারে, তার বক্তব্য প্রকাশ করতে পারে, কিন্তু শহীদ মঈন হোসেন রাজুর ভাস্কর্যকে তারা ঢেকে দিয়েছিল। ছাত্র ইউনিয়নের সহযোদ্ধারা সেটি অবমুক্ত করেছে।
এমএন