আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থিদের হামলার আশঙ্কা রয়েছে। বিশেষ করে জনসমাবেশ, ভোটকেন্দ্র এবং মসজিদ, মন্দির ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় স্থান লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকদের রাজনৈতিক বিক্ষোভ ও বড় ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচিতেও যেকোনো সময় সংঘাত বা সহিংসতা দেখা দিতে পারে।
দূতাবাস আরও জানায়, নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সরকার আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই পরিস্থিতিতে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসে কনস্যুলার সেবা সীমিত থাকবে।
মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, বড় ধরনের ভিড় ও বিক্ষোভের স্থান এড়িয়ে চলা, স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা, আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, বাইরে বের হওয়া সীমিত রাখা, জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জ দেওয়া মোবাইল ফোন সঙ্গে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং যাতায়াতের জন্য বিকল্প রুট নির্ধারণ করে রাখা।
এমএন