ভোট চাইতে যাওয়ার পথে মাকে অপমান ও লাঞ্ছিত করার ঘটনায় দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করে ফেসবুক পোস্ট দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টা ৩৮ মিনিটের সময় মুফতি আমির হামজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সারাদিনের ব্যস্ততা শেষ করে বালিশে মাথা রাখা মাত্রই মনে পড়ে গেলো আজ রাস্তায় প্রকাশ্য দিবালোকে কেউ একজন আমার মাকে অপমান করেছে। সন্তান হিসেবে মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে।”
তিনি আরও লিখেন, “যারা দিনের আলো’ই আমাদের মা বোন দের সাথে এত নোংড়া আচরণ করতে পারে। তাদের কাছে আমাদের মা, বোনেরা কতটুকু নিরাপদ?? একজন সন্তান হিসেবে সকলের কাছে প্রশ্ন রেখে গেলাম।”
এরআগে, সকাল ১১টার সময় ভোট চাইতে যাওয়ার পথে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন বাক্স ব্রিজ এলাকায় আমির হামজার মা ও তার মহিলা কর্মীরদের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া এবং লিফলেট কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা নাসিরের বিরুদ্ধে। বিকেলে ফেসবুক পোস্ট দিয়ে বিষয়টি জানান মুফতি আমির হামজা।
এমকে